ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পাবনার গ্রেনেড হামলা দিবস পালন
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-২১ ১০:৩১:১৭
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখা ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে। অদ্য ২১ আগস্ট সকাল ১০ টায়, ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখার সভাপতি কবি গীতিকার ও শিক্ষাবিদ এনামুল হক টগর এর সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্টে নিহত সকল শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো পাবনা জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী সাইফুর রশিদ খান ঝিন্টু, সহ সভাপতি কবি গীতিকার ও বাচিক শিল্পী আলমগীর কবীর হৃদয়, পাবনা সদর উপজেলার আহবায়ক কে এম মাহফুজুল হক, আসাফো পাবনা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিদ আহমেদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অশ্রু সাগর আনোয়ার, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জাহিদ হোসেন পিপলু প্রমূখ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ