ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৭-৩০ ০৫:০৮:০৯
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের ২২ টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ৩০ জুলাই দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে। আজ শুধুমাত্র এই ইউনিটের অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর শ্রীপতি শিকদার বলেন, দিনাজপুর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১ হাজার ৮০ টি আসন রয়েছে এর বিপরীতে এই বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৭ মত ৯১জন ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিয়োগ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ