ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
বান্দরবা‌নে দৃ‌ষ্টিনন্দন জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৭-১৫ ০৭:০১:০৭
বান্দরবা‌নের রেইছা‌তে নব নি‌র্মিত দৃ‌ষ্টিনন্দন রেইছা বাজার জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫জুলাই ) সকা‌লে রেইছা বাজা‌রে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের অর্থায়নে ৫০লক্ষ টাকা ব‌্যয়ে নি‌র্মিত এ জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন ক‌রেন পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি। এসময় তি‌নি ব‌লেন, বান্দরবান পাহাড়ী এলাকা হওয়া স‌ত্ত্বেও এখা‌নকার জনগ‌ণের জন‌্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্ত‌রিকতা র‌য়ে‌ছে। একার‌ণে এখা‌নে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানু‌ষের জন‌্য মস‌জিদ , ম‌ন্দির, ক‌্যয়ং ও গীর্জাও নির্মাণ করা হ‌চ্ছে। এ সময় তি‌নি আগামী‌তেও বান্দরবা‌নের মানু‌ষের জন‌্য উন্নয়ণ মূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌বেন ব‌লে জানান। এসময় সহকারী অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার না‌জিম উ‌দ্দিম, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজ্জামেল হক বাহাদুর, পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউ‌নি‌টের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়া‌ছির আরাফাত, জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট রা‌জিব কুমার বিশ্বাস, জেলা আ.লীগের সদস্য মোঃ মহিউদ্দিন' সহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট
ভোলায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
সর্বশেষ সংবাদ