ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বিশ্ব নবীকে কটুক্তি কারীর বিচারের আওতায় আনতে পঞ্চগড় জেলা শহরে বাদ জুমার পড়ে বিক্ষোভ
  • মোঃ শফিউল্লাহ, পঞ্চগড়
  • ২০২২-০৬-১০ ০৮:৩৫:৩০
মুসলমানদের দো জাহানের বাদসা ইসলামের পথ প্রদর্শক বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি কারী? ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নুপুর শর্মার অশালীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পঞ্চগড় জেলা শহরে আজ শুক্রবার জুমার নামাজের শেষে সাধারণ মুসলমানদের বিক্ষোভ প্রতিবাদ আয়োজন করা হয় এতে শত শত ধর্ম প্রান মুসলমানদের শান্তি প্রিয় প্রতিবাদ চলাকালীন পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিবের নেতৃত্বে কেন্দ্রীয় মসজিদের খতিব সহজেলার অন্যান্য মসজিদের খতিব মুফতি ইমাম, সহ ধর্ম প্রান মুসলমানদের বিক্ষোভ প্রতিবাদ চলাকালীন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মী দের উপস্থিতি ছিল, সকল ধর্ম প্রান মুসলমানদের দাবি একই সুরে, মুসলিম জাহানের নেতা হয়রত মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তি কারী বক্তব্য প্রত্যাহার ও অবিলম্বে গ্রেপ্তার, সহ বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকার কে অনুরোধ জানানো হয়, পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম জানান আজকের এই ধর্মীয় বিক্ষোভ শান্তি পূর্ণ ভাবে পালিত হয় এসময়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বেনজির আহমদ জানান সমগ্র মুসল্লীরা শান্তি পূর্ণ ভাবে তাদের ধর্মীয় বিক্ষোভ পালন করেন এতে কোন প্রকার অশান্তি বা সমস্যার সৃষ্টি হয়নি । বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ জানান আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ মুসলমানদের বিক্ষোভ প্রতিবাদ আয়োজন সফল করতে একমত প্রকাশ করি। বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা সাধারণ সম্পাদক মিলন শেখ এসময় উপস্থিত ছিলেন।
দুর্গোৎস শেষ হচ্ছে আজ
দিনাজপুরে কুমারী পূজায় ভক্ত-পূণ্যার্থীদের ভীড়; দেশ ও জাতির মঙ্গল কামনা
জিন শয়তান ও মানুষ শয়তান, দুটোই  মানুষকে দেয় কু-পরামর্শ করে পথভ্রষ্ট