ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২২-০৩-২৪ ১২:১৯:৫১

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (সিআইএসডি)-এর ২০১৯-২০ এবং ২০২০-২১ সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ফোর সিজনস রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে মোট ৩৮ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়। এর মধ্যে ‘ও’ লেভেলের ৩০ জন এবং ‘এ’ লেভেলের আট জন শিক্ষার্থী সনদ পায়।
সিআইএসডির অধ্যক্ষ আয়েশা শরমিন চৌধুরীর সভাপতিত্বে গ্র্যাজুয়েশন সেরেমনির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইএসডির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক।
   
মো. আবদুর রাজ্জাক তাঁর বক্তব্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের দিনগুলোতে বিশেষ করে করোনাকালে সংকল্পবদ্ধ থাকা এবং ত্যাগ-তিতীক্ষার জন্য অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রাজ্জাক আশা ব্যক্ত করেন যে, বর্তমান সময়ের শিক্ষার্থীরা জীবন চলার পথে পেছনের দিনগুলোতে অর্জিত দীক্ষায় জীবন সাজাবে এবং নিজেদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবে। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদেরকে কখনোই কাউকে খাটো করে না দেখার নির্দেশনা দেন। সিআইএসডিতে স্কুলের শিক্ষা শেষ করা শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাস্টন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা, প্রমুখ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ