ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করনের দাবিতে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত
  • মৌলভীবাজার প্রতিনিধি:
  • ২০২২-০২-২৪ ১২:০৬:৫০
বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় গার্লস গাইড মিলনায়তনে সংগঠনের জেলা সহ-সভাপতি ও মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিসুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মঈনউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও মহাজোটের যুগ্ন আহবায়ক তালুকদার আবদুল মন্নাফ, সংগঠনের সহ-সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, জাতীয়করণ মঞ্চের সভাপতি আবজালুর রশিদ, জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল , এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সভাপতি আবু তালেব সোহাগ, সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ,কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী মীর, অজয় কুমার ঘোষ, হাফিজুর রহমান মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে এবং সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনের জন্য এক দফা এক দাবি হিসেবে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে সরকারিকরণের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ