ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুর শিক্ষা বোর্ডের এ পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ , জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২১-১২-৩০ ০৪:০৫:৩৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)- ২০২১ ফলাফল প্রকাশ করেছেন। এ বছর পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন ছাত্র-ছাত্রী। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার হারুন অর রশিদ মন্ডল  আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের নিকট এই ফলাফল প্রকাশ করেন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,  এ বছর এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৯৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৯৩ হাজার ৪১২ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮ শত ১১ জন। 

এ বছর ১ লক্ষ্য ৮৩ হাজার ৩৬২ জন ছাত্রছাত্রী এসএসসি পাশ করেছে। পরীক্ষায় উপস্থিত ছাত্রীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৬৫ জন আর  ছাত্রের উপস্থিত সংখ্যা ছিল ৯৯ হাজার ৩৭০ জন। 

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর পাশের সংখ্যা ও জিপিএ ৫ এর সংখ্যাও বেশি পেয়েছে ছাত্রীরা। ছাত্রীর পাশের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ এবং ছাত্রের পাশের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ।  জিপিএ ৫ পেয়েছে ছাত্রী ৮ হাজার ৯০৬ জন আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৭২ জন । বহিস্কৃত পরীক্ষার্থীর  সংখ্যা ছিল মাত্র চারজন। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর  কোন পরীক্ষার্থী পাস করে নাই এমন কোন স্কুলের সংখ্যা নেই। ৪৯৩ বিদ্যালয় শতভাগ পাস করেছে। 

২৭৫ টি কেন্দ্রের মাধ্যমে ২হাজার ৬৭৬ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৬ হাজার ৩০৪ জন এবং নিয়মিত পরীক্ষার্থীর পাশের সংখ্যা রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৭৩১ জন। 

দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এ বছর তিনটি বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সহয়েছে। তাই এ বছর পাশের হার অনেক বেড়ে গেছে। কোভিড ১৯  আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে  তাই সরকার নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনটি নির্বাচনী বিষয়ে পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে আর জিএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়ের নাম্বার নিয়েই তাদের রেজাল্ট শীট তৈরি করা হয়েছে।  তবে এ বছর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর  কারণ হিসেবে উল্লেখ করেন তারা অনেকেই ফরম ফিলাপ করেছিল। তাদের  পারিবারিক সমস্যা কিংবা শারীরিক সমস্যার কারণে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে না পারায়  অনুপস্থিতি ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। 

এ সময় আরোও উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসার ফারাজ উদ্দীন তালুকদার, উপ- সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ বিদ্যালয় পরিদর্শক মাহমুদুর রহমান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক ) মানিক হোসেন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ উল করিম প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ