ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে ৯৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির ১১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১১-২৩ ০৬:৩৩:২০

দিনাজপুরে  একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় ৯৯ জন দরিদ্র্য মেধারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের  মাঝে শিক্ষা বৃত্তির ১১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ইকো-ইউএসএ’র সহযোগিতায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এই চেক বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা (এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেস্ট নেটওর্য়াক) আমান। এরা সবাই সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। চেক বিতরণ অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক বণিক বার্তার দিনাজপুর প্রতিনিধি মো: মোফাসিরুল রাশেদ ও আমান (এসোসিয়েশন ফর ম্যাস এডভান্সমেস্ট নেটওয়াক) -বাংলাদেশের কর্মকর্তা হাসিব চৌধুরী।  

চেক পাওয়ার পর অনুভুতি জানাতে গিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আমার বাবা ছোট মুদি দোকান চালিয়ে আমাদের তিন ভাই-বোনকে লেখাপড়া করাচ্ছেন। আমার মেডিকেল পড়ার জন্য শেষ সম্বল  জমি বন্ধক রেখেছেন তিনি। ইকোর এই অর্থ আমার জন্য অনেক উপকারে আসবে। এই টাকা দিয়ে আমি বইসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারব। 

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী নুরী আক্তার জানান, আমার পিতা একজন কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসার চলে। আমি ও আমার ছোট বোন টিউশনি করে নিজেদের লেখাপড়ার খরচ জোগাই। 

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ বলেন, ইকো-ইউএসএ’র সহযোগিতা প্রশংসার দাবি রাখে। আমি আশা করব শিক্ষার্থীরা এই সহযোগিতাকে কাজে লাগাবেন এবং ভবিষ্যতে এর প্রতিদান দেবে । যারা আজ এই সহযোগিতা গ্রহন করলেন, ভবিষ্যতে তারাও অসহায়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর