ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বাল্যবিবাহ আর নয়, শিক্ষা নিয়ে করব জয় শ্লোগানে দিনাজপুরে মানবপ্রাচীর
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১০-৩০ ০৮:০২:৩৯

দিনাজপুরে করোনাকালিন দুর্যোগের দীর্ঘ সময়ে ঝরে পড়া মেয়েদের স্কুলমুখী করা ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ মাসব্যাপী স্কুল ক্যাম্পেইন শুরু করলো মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল।

আজ শনিবার দুপুরে "বাল্যবিবাহ আর নয় শিক্ষা নিয়ে করব জয়" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)'র আয়োজনে ও ইনার হুইল ক্লাব অফ উত্তরার সহযোগিতায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হলো ৯ম এবং ১০ শ্রেনীর মেয়েদের মানব প্রাচীর। 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোহা সোসাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কূলের  শিক্ষক কামরুন্নাহার মুক্তি, নিরঞ্জন হীরা, মোস্তফিজুর রহমান ও মাহাবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে মিনারা বেগম বলেন, করোনাকালীন দুর্যোগের সময় অভাবী সংসারের অনেক মেয়েদের অল্প বয়সেই বিয়ে(বিবাহ) দেয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষা জীবন থেকে তারা ঝরে পড়তে যাচ্ছে। আমরা বিদ্যালয় খোলার পর থেকেই অভিভাবক,শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি অভিভাবকদের সচেতন করার জন্য, তারা যেন মেয়েদের বিবাহ না দিয়ে শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠান। এ ব্যাপারে আমরা নিয়মিত বিদ্যালয়ে আসা মেয়েদের সর্বাত্মক সহযোগিতার পরার্মশ ও আশ্বাস দিচ্ছি এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সচেতন করছি। অভিবাবকরা যদি গোপনে কোনরূপ অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ দেয়ার চেষ্টা করে, যে কোনভাবেই তারা আমাদের কাছে সহযোগিতা চাইলে, সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। 

সমাবেশ ও আলোচনা শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলোহা সোসাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম।

গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ