ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
রোনালদোর গোলে য়্যুভেন্তাসের জয়, ম্যান সিটির গোল উৎসব
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৬-২৩ ০২:৩০:৫২

অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তাতে জয়ে ফিরলো য়্যুভেন্তাস। লিগ ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। এদিকে ইপিএলে জয় পেয়েছে ম্যান সিটি।

সিরি আ'য় প্রত্যাবর্তনটা জয় দিয়েই শুরু হলো তুরিনোর ওল্ড লেডিদের। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিলো না য়্যুভেন্তাস। খেলার ২৩ মিনিটে আসে সুযোগ। এবার আর মিস করেননি, স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। লিগে পর্তুগিজ সুপারস্টারের এটি ২২তম গোল। কিছুক্ষণ বাদে আরেক তারকা ফরোয়ার্ড দিবালার গোলে ফার্স্ট হাফেই লিড হয় দ্বিগুন।

বিরতির পর য়্যুভেন্তাস ফরোয়র্ডদের আটকে রাখতে সক্ষম হয় বোলোনিয়া। ম্যাচের ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন য়্যুভেন্তাস স্ট্রাইকার দানিলো। তাতে অবশ্য বিপদ হয়নি, শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে গেল য়্যুভেন্তাস।

এদিকে, ইংলিশ লিগে বার্নলির বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল। দুটি করে গোল করেন ফিল ফোডেন আর দিয়াজ মাহরেজ। অপর গোলটি করেন ডেভিড সিলভা।

এই জয়ে ৩০ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে সিটিজেনরা। তবুও শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। কারণ ধরাছোঁয়ার বাইরে লিভারপুল। সমান ম্যাচে অল রেডদের পয়েন্ট ৮৩।

 

১৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কুতুবদিয়ার এলপিজিবাহী জাহাজের আগুন
২৩ নভেম্বর ১০০ স্বঘোষিত মাদক ব্যবসায়ীর রায়
আশ্রয়কেন্দ্রে গিয়েও মানবেতর জীবনযাপন মানুষে-পশুতে একাকার, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি