আজ বিশ্ব অলিম্পিক দিবস। প্রতি বছরের মতো এবার আর সেভাবে দিনটি পালন করা হচ্ছে না। করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সীমিত পরিসরে পালন হচ্ছে সব দেশেই।
অলিম্পিকের ধারণা প্রচার করার উদ্দেশ্যে ১৯৪৭ সালে স্টকহোমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি'র ৪১তম অধিবেশনে বিশ্ব অলিম্পিক দিবস পালনের প্রস্তাব রাখা হয়। পরের বছর আইওসি অধিবেশনে গিয়ে প্রস্তাবটি গৃহীত হয়।
১৮৯৬ সালের এ দিনে প্রথমবারের মতো শুরু হয় আধুনিক অলিম্পিক গেমস। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসব সময়ের হাত ধরে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে অলিম্পিক। বিশেষ এই স্মৃতিকে ধারণ করতে ১৯৪৮ সাল থেকে ২৩শে জুনকে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হচ্ছে।