ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কাপাসিয়ায় শিক্ষার্থীদের মাস্ক বিতরণ
  • নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • ২০২১-০৯-১২ ০৭:১২:৪১

৫৪৩ দিন বন্ধের পর আজ রবিবার খুলেছে দেশের সব স্কুল ও কলেজ। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে উৎসবের আমেজ। শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন।প্রাণোচ্ছল রূপ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন।

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র- ছাত্রীদের হ্যান্ড স্যানেটাইজ ও মাস্ক বিতরণ  করা হয়।

সকালে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আমির হামজার সমন্বয়ে ও ছাত্রলীগের অন্যান্য কর্মীদের সহযোগিতায় আজ (১২ সেপ্টেম্বর) কাপাসিয়া ডিগ্রি কলেজ, হরিমঞ্জুরি  উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া  পাইলট উচ্চ বিদ্যালয়সহ সকল ইউনিয়নের প্রায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাস্ক পরানো এবং হ্যান্ড স্যানেটাইজ কারানো হয়।কাপাসিয়া ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান,আমরা শিক্ষার্থীদের স্বাস্থ সুরক্ষার কথা চিন্তা করে এ কর্মসূচি গ্রহণ করেছি।আমাদের এ কর্মসূচি চলমান থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ক্লাবের সূচনা
ব্রাহ্মণবাড়িয়ায় গভ:  মডেল গার্লস হাই  স্কুলের নতুন একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ