নানা কর্মসুচি নিয়ে ৫২দিন ব্যাপী তারুণ্যের উৎসব শুরু হচ্ছে নীলফামারীতে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার থেকে এই উৎসব শুরু হবে।
৩০ডিসেম্বর বিকেলে জেলা শহরের টেনিস মাঠ থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। বনার্ঢ্য উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
রবিবার দুপুরে তারুণ্যের উৎসব নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় ৩০ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মসুচির সমাপনী ঘটবে ১৯ ফেব্রুয়ারী।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, ফারুক আল মাসুদ ও জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা কালচারাল কর্মকর্তা আরিফুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন এতে।
সভায় জানানো হয় চিত্রাংকণ, বিতর্ক, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, শহর পরিচ্ছন্ন করণ, জলাশয় পরিস্কার, পিঠা মেলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, বই মেলাসহ নানা আয়োজন থাকবে উৎসবের কর্মসুচিতে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর মধ্য থেকে একজনকে অ্যাওয়ার্ড দেয়া হবে। এছাড়া শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরও আমরা সম্মাননা প্রদান করবো।
জেলা প্রশাসক বলেন, ১৯ ফেব্রæয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা