ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুর সহ উত্তরাঞ্চল
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৪-১২-০৯ ০৮:০৭:৫১

দিনাজপুরে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে সাথে আর ঘন কুয়াশায় ঢাকা থাকায় ঠান্ডার প্রকোপ বাড়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় জেলার পুরো এলাকা ঢাকা ছিল। সকালের দিকে সূর্যের হালকা দেখা দিলেও বিকেলের পর থেকেই সূর্য হারিয়ে যায়। ফলে শীতের প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে হতদরিদ্র ও তৃণমূল এবং ভাসমান মানুষেরা


ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। কাজের সন্ধানে ঘর থেকে বের হয়েছে নিম্নয়ের মানুষেরা কিন্তু তেমন কাজের দেখা মেলেনি। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস বইতেছে এতে করে রাতের তাপমাত্রা আরো কমে গিয়ে ঠান্ডা প্রকোপ বেড়ে গিয়েছে।

আজ সোমবার( ৯ ডিসেম্বর) সকাল ৯ টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই মৌসুমে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল রহমান বলেন দিনাজপুর সহ এই অঞ্চলে শীতের প্রকোপ আরো বাড়বে। ডিসেম্বর মাসের শেষের দিকে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত হলে তাপমাত্রা কমে যাবে শীতের প্রকোপ আরো বাড়বে।


অটো চালক আবু বক্কর বলেন, দুইদিন ধরে টানা ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকছে। বিকাল হতেই হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে। রাস্তায় তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে আমাদের আয় রোজগার কমে গিয়েছে। এনজিও থেকে ঋণ নেওয়া আছে। এখন ঋণের টাকা পরিশোধ করাই হিমশিম খেতে হচ্ছে।


কৃষি শ্রমিক আব্দুল মোতালেব বলেন দিনাজপুরের শীতের মাত্রা বেড়ে যাওয়ায় কাজ করতে না পেরে বাড়িতে ফিরে যাচ্ছি। গত রবিবার কাজ হয়নি। এতে করে পরিবার পরিজন নিয়ে অনেকটাই কষ্টে দিন পার করতে হচ্ছে।


দিনাজপুর কাচারী বাজারের পুরাতন মোটা কাপড় বিক্রেতা আব্দুল জলিল বলেন, গত দুইদিন ধরে শীত বেশি পড়ায় মোটা কাপড় বিক্রি বেড়েছে। নিম্নয়ের মানুষেরা পুরাতন মোটা কাপড় কেনার জন্য দিনাজপুরের কাচারী বাজারে আসছে। আমরাও স্বল্প লাভে পুরাতন কাপড় বিক্রি করতে পারছি।


দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর সহ এই অঞ্চলে শীতের মাত্রা ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস বেশি থাকে। তাই ডিসেম্বর মাসের দুই দিন ধরেই শীতের মাত্রা অনেকটা বেড়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতবস্ত্র বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। আরো আমাদের শীতবস্ত্রের প্রয়োজন।

১৭ বছর পর শাহজাদপুরে যুবদলের কর্মীসভা  অনুষ্ঠিত
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব
পাবনা সার্কিট হাউজে মাওলানা নিজামীর নামফলক আবারও উন্মোচন