ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সাভারে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকবে ৮ দিন
  • সাভার(ঢাকা)প্রতিনিধি:
  • ২০২৪-১২-০৯ ০৮:০৪:৪২

সাভারে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকবে  ৮ দিন ।  রোববার  মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দিয়েছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ ।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য  ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
 
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কুটনৈতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। এ জন্য জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করা হবে।

১৭ বছর পর শাহজাদপুরে যুবদলের কর্মীসভা  অনুষ্ঠিত
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব
পাবনা সার্কিট হাউজে মাওলানা নিজামীর নামফলক আবারও উন্মোচন