ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
লিটারে সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১২-০৯ ০৬:১২:১৭

বাজারে চলমান সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

তিনি জানান, ‘বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।’ 

উপদেষ্টা জানান, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।’ 

এসময় ব্যবসায়ীরা মজুতদারি করছে, সে তৎপরতাও লক্ষ করা গেছে বলে জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট: ২৩ ডিসেম্বর ২০২৪