সিরাজগঞ্জের বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের শহিদ কে এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায়বঅতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা। বক্তারা বলেন, বেগম রোকেয়া আমাদের মাঝে একজন কালজয়ী নারী হয়ে আছেন। তিনি বহু বই লিখে গেছেন। যা নারীদের এখোনো পথ দেখায়। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার আদায়ের ক্ষেত্রে বেগম রোকেয়া একটি মডেল। তাই আমাদের নারী সমাজকে মহিয়শী নারী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করতে হবে। সকল বাঁধা বিপত্তি পেড়িয়ে নারীদের আরো বেশি আত্বপ্রত্যয়ী হয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান।
পরে জেলা পর্যায়ে চারটি ক্যাটাগরীর জন্য নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে কামারখন্দ উপজেলার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারী রুমা খাতুন,সফল জননী নারী লাইলী বেগম,চৌহালী উপজেলার শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আশয়া সিদ্দিকা,শাহজাদপুর উপজেলার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রুবি খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।
এসময়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ অনুষ্ঠান পরিচালনা করেন। ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার, ফিল্ড সুপারভাইজার মোঃ গোলজার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ,নারী সংগঠন নেতৃবৃন্দ ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।