ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১০-১১ ০৪:৫০:৩৭

ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে ওই সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও ১৩ জন আহত হন। দুর্ঘটনায় বাস চালকের কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমানকে সদস্য করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটি ঘটনাস্থলে রয়েছে।

ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ‘ফেনীতে ট্রেন দুর্ঘটনার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতেই এ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আমাদের। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।’

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ