ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে ওই সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও ১৩ জন আহত হন। দুর্ঘটনায় বাস চালকের কোন গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমানকে সদস্য করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটি ঘটনাস্থলে রয়েছে।
ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ‘ফেনীতে ট্রেন দুর্ঘটনার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতেই এ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আমাদের। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।’
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357
News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]