ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
২৮তম বিসিএস-প্রশাসন ফোরামের সভাপতি শবনম, সাধারণ সম্পাদক মোর্শেদ ভূঁইয়া
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১১-২৯ ০৬:৫৭:১০

২৮তম বিসিএস (প্রশাসন) ফোরামের জামিলা শবনমকে সভাপতি ও মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক করে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।   বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফোরামের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এর আগে গত ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে ২৮ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।

২৮তম বিসিএস (এডমিন) ক্যাডারের ২০১ জন সদস্যের মধ্যে ১৯১ জন সদস্য অনলাইনে ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নির্বাচিত সদস্যসের মধ্যে বেগম জামিলা শবনম সভাপতি, জনাব খন্দকার মুশফিকুর রহমান ও বেগম সুবর্ণা সরকার সহসভাপতি, মো. ইব্রাহিম যুগ্ম সম্পাদক, মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, দীপক কুমার রায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান কল্যাণ সম্পাদক ও মো. মামুন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া সাধারণ সম্পাদক,মামুন আল ফারুক কোষাধ্যক্ষ, বেগম শাম্মি ইসলাম প্রচার সম্পাদক, এ এইচ এম মাহফুজুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, দীপংকর রায় আইন সম্পাদক, নুরুল হুদা সহ-কোষাধ্যক্ষ, চৌধুরী আশরাফুল করিম ও মো. শাহাদাত হোসেন নির্বাহী সদস্য এবং মো. শাহীদুল ইসলাম দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটি দুই বছর ২০২৪-২৬ মেয়াদে তাদের দায়িত্ব পালন করবেন।

Utilitarianism (পালংবাদ) মূলত কী?
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ
সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’