ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
এবার ঢাকায় গাড়িচাপা দিয়ে হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-১১-২৮ ০৩:৪৭:১৯

কয়েক ঘণ্টার ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে ফের গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ীতে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী প্রাইভেট কারকে পেছন দিক থেকে একটি মিনি পিকআপ ধাক্কা দেয়। 


পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ।


একটি গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি ‘পরিকল্পিত হামলা’ বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।


এর আগে, ট্রাকচাপা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অজানা
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা