ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সংস্কার করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
  • এ,কে,এম আসাদুজ্জামান পাইলট:
  • ২০২৪-০৮-২৭ ০৯:১১:৫৩

ময়মনসিংহের ত্রিশালে 'উপজেলা প্রেসক্লাব ত্রিশাল'র (২০২৪-২৫ইং) ৯ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(২৭আগস্ট) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এতে দৈনিক মুক্তখবর পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ সারোয়ার জাহান জুয়েল সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ত্রিশাল প্রতিনিধি আ.ন.ম তারেক বাবু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি, একেএম আসাদুজ্জামান পাইলট(দৈনিক প্রথম কথা) পত্রিকার বিভাগীয় প্রধান ও The Daily  Financial post - Mymensingh Correspondent. (   যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফুল ইসলাম(দৈনিক ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক, আব্দুল কাদের(দৈনিক ঢাকার ডাক),প্রচার ও প্রকাশনা সম্পাদক, হানিফ আকন্দ (জনতার নিঃশ্বাস), সম্মানিত সদস্য- নাজমুল হাসান জীবন(দৈনিক আমাদের অর্থনীতি), নূরুল আমিন দারা (দৈনিক বাংলাদেশ কন্ঠ), হুমায়ুর রেজা প্রিন্স (ডেইলি কমার্শিয়াল টাইমস)।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী