উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সংস্কার করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এ,কে,এম আসাদুজ্জামান পাইলট: || ২০২৪-০৮-২৭ ০৯:১১:৫৩

image

ময়মনসিংহের ত্রিশালে 'উপজেলা প্রেসক্লাব ত্রিশাল'র (২০২৪-২৫ইং) ৯ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(২৭আগস্ট) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এতে দৈনিক মুক্তখবর পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ সারোয়ার জাহান জুয়েল সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ত্রিশাল প্রতিনিধি আ.ন.ম তারেক বাবু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি, একেএম আসাদুজ্জামান পাইলট(দৈনিক প্রথম কথা) পত্রিকার বিভাগীয় প্রধান ও The Daily  Financial post - Mymensingh Correspondent. (   যুগ্ম সাধারণ সম্পাদক, শরীফুল ইসলাম(দৈনিক ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক, আব্দুল কাদের(দৈনিক ঢাকার ডাক),প্রচার ও প্রকাশনা সম্পাদক, হানিফ আকন্দ (জনতার নিঃশ্বাস), সম্মানিত সদস্য- নাজমুল হাসান জীবন(দৈনিক আমাদের অর্থনীতি), নূরুল আমিন দারা (দৈনিক বাংলাদেশ কন্ঠ), হুমায়ুর রেজা প্রিন্স (ডেইলি কমার্শিয়াল টাইমস)।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com