ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
২ শিশুসহ সোহাগ দম্পতির ফাঁসির ঘটনায় ২টি মামলা
  • মজিবুর রহমান খান:
  • ২০২৪-০৭-৩০ ০৬:০১:২৭

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিজয়পাড়া এলাকায় ২ শিশুসহ ব্যবসায়ি সোহাগ দম্পতির ফাঁসির ঘটনায় গতকাল সোমবার (২৯/০৭) থানায় দুটি পৃথক মামলা হয়েছে। সোহাগের শশুর মোঃ আবু হানিফ অজ্ঞতনামা আসামি দিয়ে একটি এজাহার  দায়ের করেন। অপরদিকে সোহাগের বাবা মোহাম্মদ আমির হোসেন বাদী হয়ে আরো একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। 

মামলার বিবরণের সোহাগের শশুর আবু হানিফ জানান,তার মেয়ের জামাই সোহাগ ব্যবসার পাশাপাশি ক্ষুদ্র ঋণের একটি (সমবায় সমিতি) সমিতি চালাতেন। ওই সমিতির কিস্তির লেনদেনে মোটা অংকের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ ঋণের কারণে পারিবারিক কলহ লেগে থাকত। তারই জের ধরে সোহাগ আমার মেয়ে ও দুই নাতনিকে শ্বাসরুদ্ধকর করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে পরে নিজেই আত্মহত্যা করে।

 অপর অপমৃত্যু মামলাটির বাদী সোহাগের বাবা মোহাম্মদ আমির হোসেন তার মামলার বিবরণে ঘটনার বর্ণনা দিয়ে বলেন,পারিবারিক কলহের জের ধরে সোহাগ তার স্ত্রী  ও দুই মেয়েকে শ্বাসরুদ্ধকর করে মেরে ফাঁসিতে ঝুলিয়ে পরে নিজেই আত্মহত্যা করে।

নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, ২ শিশুসহ দম্পতি ফাঁসি দেওয়ার ঘটনায় শ্বশুর ও পিতা পৃথক দুইটি মামলা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া তা স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ঘটনাটি আত্নহত্যা বলে মনে হচ্ছে। 

উল্লেখ্য - গত রবিবার (২৮/০৭) সকালে সোহাগের শাশুড়ি মনোয়ারা বেগম তাদের বাড়িতে এসে দেখে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খোলা হলে তিনি চিৎকার  চেঁচামেচি শুরু করেন। উনার চিৎকার শুনে প্রতিবেশী উজ্জ্বল ও মনির দৌড়ে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে চারটি লাশ ঝুলে আছে । পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল উপস্থিত হয় লাশগুলে  উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। রাতেই স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। 

 নিহতরা হলেন, ঘরের গৃহকর্তা সোহাগ মিয়া (৩৪)তার স্ত্রী জান্নাতুল (২৪)মেয়ে ফারিহা (৪)মেয়ে ফাহিমা (২)।

 পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
 ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার  ছাত্র-জনতার  সরকার
শেখ হাসিনা সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী ছিলেন: মামুনুল হক