ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু,:
  • ২০২৪-০৯-১৬ ০৮:০০:৩৮

পটুয়াখালীতে মোঃ রহমত মিয়া নামের এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  রবিবার   দুপুরে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি বাজারে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার চেয়ে থানায় ও পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী রহমত মিয়া।

রহমত মিয়া বলেন, বাবার জায়গায় আমরা দুইভাই বাড়ি করছি। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জিয়াদ হোসেন, আলতাফ মৃধা, রুবেল গাজী, আরশেদ মৃধা ও সাদেক মৃধাসহ ১৫/২০ জন আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করেন।  আমাদের ঘরের মধ্যে ঢুকে আসবাপত্র ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্নলংকার লুটপাট করে নিয়ে যায় । পরে ভেকু মেশিন দিয়ে আমার ও আমার ছোট ভাইয়ের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে তারা । এসময় ঘরের মধ্যে থাকা লোকজন প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, জিয়াদের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। ওই মামলায় স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। 

লাউকাঠি বাজারের ব্যবসায়ী মোঃ জাকির শেখ বলেন, আনুমানিক ১২ টার দিকে  দিকে ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে রহমত মিয়ার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে ।

এবিষয়ে জি.এম জিয়াদ হোসেন বলেন, আমি তাদের বাড়িতে কিছু করি নাই। রহমত মিয়ার বাবা আলী আকবর ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই জমি ঘরসহ আমার কাছে বিক্রি করেছেন । আমার দলিলে ওই জায়গার চৌহদ্দি দেয়া আছে। তারা আমাকে দোকানসহ জমি বুঝিয়ে দিয়েছেন। তবে কিছু জমি তারা জোরপূর্বক দখলে করে রেখেছে। এবিষয়ে একাধিকবার সালিশী মিমাংসায় বসাও হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলায়  এমপি মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা
ইএসডিও'র মৃত্যু বীমার চেক হস্তান্তর
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ