ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
নরসিংদী পলাশে আলোচিত লিমন হত্যার আসামি লিটন ও রিপন গ্রেপ্তার
  • নরসংদী প্রতিনিধি
  • ২০২৪-০৩-০১ ১০:১৯:৪৫
গত একুশে ফেব্রুয়ারি পলাশ উপজেলার তালতলী ইছাখালীতে চাঁদা না দেওয়াই পলাশের আওয়ামীলীগ নেতা কামাল ও তার ভাগিনা ও রুমেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ বিষয়ে কামাল বাদী হয়ে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করলে মামলাটি নথিভুক্ত হয় মামলা নাম্বার ১ /৩ /২০২৪ । মামলার তদন্তকারী কর্মকর্তা হন সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ তিনি সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে লিটন ও রিপন কে গ্রেফতার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁরা এই হামলা চালিয়েছেন তাদের হামলায় কামাল ও রুমেল রক্তাক্ত জখম হয়ে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হয়। পুলিশ প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা আছে কিনা খোঁজ নিয়ে জানা যায় আলোচিত লিমন মার্ডারের এজাহারভুক্ত আসামি লিটন, পিতা ডালিম সাং ইছাখালী। এ ব্যাপারে আহত আওয়ামী লীগ নেতা কামাল হোসেন জানান লিটন, রিপন গং এলাকার চিহ্নিত ভূমিদস্য চাঁদাবাজ তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় আমাকেও আমার ভাগিনা কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আমি তাদের বিচার চাই । তারা এলাকার মানুষকে জবরদস্তি করে হামলা চালান এবং নির্যাতন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেপ্তারের দাবি করছি । আমি প্রশাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস