জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১
- এ, কে, এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ:
-
২০২৪-০২-২৮ ১২:৩০:৫২
- Print
এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া সাকিনস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহিদ ডাঃ মিলন হোস্টেল এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.০০ ঘটিকায় ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইদুল ইসলাম ওরফে আকাশ (২৯), পিতা- সাইফুল ইসলাম , মাতা-শাহিনুর বেগম, গ্রাম-ভাটি কাশর (ভাটিকাশর আলীয়া মাদ্রাসা রোড (জমশেদ মোড়লের বাড়ীর পিছনে), থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামীর বিরুদ্ধে ০৬টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ২০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।