ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে আওয়ামীলীগ-স্বতন্ত্র লড়াই
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া:
  • ২০২৩-১২-৩০ ০৫:০২:১২

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর লড়াই জমে উঠেছে। ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী প্রত্যাহার করা হয়। 

বাকী ৫টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪,৫ ও ৬ আসনে প্রতিদ্বন্ধিতা নিরুত্তাপ। ওইসব আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীর বিপরীতে শক্তিশালী কোন প্রার্থী নেই। 

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা  আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানের (কলারছড়ি) সাথে লড়াই চলছে নৌকার বিএম ফরহাদ হোসেন সংগ্রামের।
  ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা (ঈগল) এবং জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া(লাঙ্গল) প্রধান ৩ প্রতিদ্বন্ধি।
 
ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধিতা জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র( কাঁচি)। 

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান(কলারছড়ি),আওয়ামীলীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন(নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন(মোমবাতি),জাতীয় পার্টির মো:শাহনুল করিম(লাঙ্গল),ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন(হাতুড়ী)। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র মো:মঈন উদ্দিন(কলারছড়ি),ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত(মিনার),ন্যাশনাল পিপলস পার্টির মো: রাজ্জাক হোসেন(আম),তৃনমুল বিএনপি'র মাইনুল হাসান(সোনালী আশঁ),স্বতন্ত্র এডভোকেট জিয়াউল হক মৃধা(ঈগল),জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া(লাঙ্গল),তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস(ফুলের মালা)। ব্রাহ্মনবাড়িয়া-৩(সদর ) আসনে  আওয়ামীলীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী(নৌকা), ফিরোজুর রহমান(কাঁচি),বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো:নূরে আজম(মোমবাতি),জাসদের আবদুর রহমান খান ওমর(মশাল),বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী(বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ(আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা(একতারা),বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জামাল রানা(নোঙ্গর)।

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আওয়ামীলীগ মনোনীত আনিসুল হক(নৌকা), এর প্রতিদ্বন্ধি ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান(আম) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আওয়ামীলীগের ফয়জুর রহমান বাদল(নৌকা) এর সাথে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন,সুপ্রিম পার্টির জামাল সরকার(একতারা),জাতীয় পার্টির মোবারক হোসেন(লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো: মেহেদী হাসান(মিনার),তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস(ফুলের মালা),তৃনমুল বিএনপি'র হাবিবুর রহমান(সোনালী আঁশ)। স্বতন্ত্র একেএম মমিনুল হক সাঈদ(ঈগল) আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ) আওয়ামীলীগ মনোনীত ক্যাপ্টেন অব.এবি তাজুল ইসলাম(নৌকা) এর সাথে ভোটের লড়াইয়ে আছেন  জাতীয় পার্টির আমজাদ হোসেন(লাঙ্গল),সুপ্রিম পার্টির কবির মিয়া(একতারা),ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম(আম)।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী