ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে আওয়ামীলীগ-স্বতন্ত্র লড়াই

মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া: || ২০২৩-১২-৩০ ০৫:০২:১২

image

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর লড়াই জমে উঠেছে। ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী প্রত্যাহার করা হয়। 

বাকী ৫টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪,৫ ও ৬ আসনে প্রতিদ্বন্ধিতা নিরুত্তাপ। ওইসব আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীর বিপরীতে শক্তিশালী কোন প্রার্থী নেই। 

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী,বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা  আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানের (কলারছড়ি) সাথে লড়াই চলছে নৌকার বিএম ফরহাদ হোসেন সংগ্রামের।
  ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা (ঈগল) এবং জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া(লাঙ্গল) প্রধান ৩ প্রতিদ্বন্ধি।
 
ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধিতা জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র( কাঁচি)। 

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান(কলারছড়ি),আওয়ামীলীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন(নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন(মোমবাতি),জাতীয় পার্টির মো:শাহনুল করিম(লাঙ্গল),ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন(হাতুড়ী)। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র মো:মঈন উদ্দিন(কলারছড়ি),ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত(মিনার),ন্যাশনাল পিপলস পার্টির মো: রাজ্জাক হোসেন(আম),তৃনমুল বিএনপি'র মাইনুল হাসান(সোনালী আশঁ),স্বতন্ত্র এডভোকেট জিয়াউল হক মৃধা(ঈগল),জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূইয়া(লাঙ্গল),তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস(ফুলের মালা)। ব্রাহ্মনবাড়িয়া-৩(সদর ) আসনে  আওয়ামীলীগ মনোনীত র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী(নৌকা), ফিরোজুর রহমান(কাঁচি),বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো:নূরে আজম(মোমবাতি),জাসদের আবদুর রহমান খান ওমর(মশাল),বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদী(বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ(আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা(একতারা),বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জামাল রানা(নোঙ্গর)।

ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আওয়ামীলীগ মনোনীত আনিসুল হক(নৌকা), এর প্রতিদ্বন্ধি ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান(আম) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা)।

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আওয়ামীলীগের ফয়জুর রহমান বাদল(নৌকা) এর সাথে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন,সুপ্রিম পার্টির জামাল সরকার(একতারা),জাতীয় পার্টির মোবারক হোসেন(লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো: মেহেদী হাসান(মিনার),তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কদ্দুস(ফুলের মালা),তৃনমুল বিএনপি'র হাবিবুর রহমান(সোনালী আঁশ)। স্বতন্ত্র একেএম মমিনুল হক সাঈদ(ঈগল) আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ) আওয়ামীলীগ মনোনীত ক্যাপ্টেন অব.এবি তাজুল ইসলাম(নৌকা) এর সাথে ভোটের লড়াইয়ে আছেন  জাতীয় পার্টির আমজাদ হোসেন(লাঙ্গল),সুপ্রিম পার্টির কবির মিয়া(একতারা),ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম(আম)।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com