ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
লালমনিরহাটে অগ্নিকাণ্ড, ৫ টি পরিবার নিঃস্ব
  • লালমনিরহাট প্রতিনিধি :
  • ২০২৩-১২-২৪ ০৬:৫৩:১০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার আজিজুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আজিজুল, সাজুমুদ্দিন, নেলভেলু, সাজুমুদ্দিনের ছেলে মমিনুর, আজিজুল ইসলামের ছেলে শাজহাজানের বসতবাড়ি এ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে পাঁচ পরিবারের ৭টি ঘর পুরে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

পরে গিয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘন্টাব‌্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে সড়ে জমিনে ছুটে যান ইউএনও ময়নুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম‌্যান সেলিম হোসেন, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম‌্যান মুজিবুল আলম সাদাত প্রমুখ।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু