ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-১৩ ০১:৪০:২৬

মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলার খোচাবাড়ীহাট নামক স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা'র আয়োজনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পে  প্রায় ২০০ জন দুস্থ  অসহায় মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আশা খোচাবাড়ী হাট ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী  উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা'র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মেজবাউদ্দিন, আশা'র রুহিয়া অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার ঘনেশ্বর চন্দ্র রায় প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন আশা খোচাবাড়ীহাট ব্রাঞ্চের হেলথ সেন্টার ইনচার্জ ডা: মো সারোয়ার উল আলম। 

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
সর্বশেষ সংবাদ