ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন
  • রাজবাড়ী প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-৩০ ১০:৩৭:৩০
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুরে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। বৃহস্পতিবার সকালে রাজধর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আক্কাসুজ্জামান, শাহারুল মোল্লা, মিরাজুর রহমান, বাবর আলী মোল্লা, ইমরুল হাসান সুমন, আনিছুর রহমান। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাজধরপুর মাঠে ৩ একর ৪২ শতাংশ ওয়াকফ স্টেটের জমি রযেছে। দীর্ঘদিন সেই জমি স্থানীয় গরীব কৃষকরা লীজ নিয়ে আবাদ করেন। জমিতে ধান, পাট, পেঁযাজসহ চারটি ফসল হয়। কিন্তু ওয়াকফের মোতাওয়াল্লী জোর পূর্বক সেই জমিতে পুকুর কাটার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকফ কৃত জমিতে পুকুর কাটলে রাজধরপুর মাঠ ধরেই ফসল আবাদ ব্যহত হবে। একই সাথে এলাকার কৃষক ক্ষতিগ্রস্থ হবে। ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা অপরাধ। জমিতে পুকুর কাটা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন চাষীরা।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ