ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম‌্যান
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৯ ০৫:৫২:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন পত্র নিয়েছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম‌্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এ

এ বিষয়ে মশিউর রহমান মামুন বলেন, আমি জনগনের পাশে ছিলাম তারাও আমার পাশে আছে। এখনো হাতীবান্ধার পাশাপাশি পাটগ্রাম উপজেলার মানুষও আমার দিকে তাকিয়ে আছে। প্রস্তুতি নিচ্ছি কাল চমক দেখতে পারবেন৷

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস‌্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
শাহজাহান  ওমর’র কুশপুত্তলিকা দাহ, ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ সংবাদ