ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পটুয়াখালীতে উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৪-০৪-২৫ ০৬:০৩:৪৯

পটুয়াখালীতে অব্যাহত তীব্র দাবদাহে  জনজীবন অতিষ্ঠ, খরায় ফসল হানির শঙ্কা। এ থেকে পরিত্রানের জন্য উপকারি বৃষ্টির জন্য  আল্লাহর রহমত কামনায় তীব্র রোদে  সালাতুল ইস্তিসকার আদায় করেছেন তিন শতাধিক  মুসুল্লিসহ সাধারন মানুষ। 

বৃহষ্পতিবার সকাল ৯ টায় ডিসি বাংলোর সামনের সড়কে  দুই রাকাত ইস্তিসকার নামাজের ও  দোয়া মোনাজাত পরিচালনা  করেন পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মুহতাসিম বিল্লাহ জুনায়েদ। ইস্তিসকার নামাজের  শুরুতে  আল্লাহর রহমত কামনায় সংক্ষিপ্ত বয়ান করেন  একেএম কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সালাম খান, অধ্যাপক মোঃ শাহ আলম, মাদ্রাসার প্রভাষক কাজী আব্দুল দাইয়ান প্রমুখ। এ নামাজে তিন শতাধিক মুসুল্লি ও সাধারন মানুষ অংশগ্রহন করেন।

ভোলা ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
কুমিল্লায় প্রতারক তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী সহ অনেকে
সর্বশেষ সংবাদ