ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সমাজকল‌্যাণমন্ত্রী ও তার ভাইয়ের দ্বন্দ্ব এখন প্রকাশ‌্য
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট :
  • ২০২৩-১১-২৮ ১১:৫৭:১০

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস‌্য সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। কিন্তু তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হককে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এ সমর্থন জানালে সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই  কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদের দ্বন্দ্ব প্রকাশ‌্য শুরু হয়। 

মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  আদিতমারী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন সিরাজুল হক । এ সময় আওয়ামীলীগের প্রার্থী ও সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই ও  কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো মনোনয়ন কিনেছেন লালমনিরহাট -৩ (সদর) আসনে মনোনয়ন কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম‌্যান জাবেদ হোসেন বক্কর।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫ জন। যদিও এ আসনটিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। যার একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অপরটিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। কালীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন  সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ । এ দ্বন্দ্ব আরো বেড়ে গেল আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে।

অনেকের ধারণা ছিল এ আসনে নৌকার মাঝি হবেন সমাজকল্যাণমন্ত্রী অথবা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী