সমাজকল‌্যাণমন্ত্রী ও তার ভাইয়ের দ্বন্দ্ব এখন প্রকাশ‌্য

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট : || ২০২৩-১১-২৮ ১১:৫৭:১০

image

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস‌্য সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। কিন্তু তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হককে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এ সমর্থন জানালে সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই  কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদের দ্বন্দ্ব প্রকাশ‌্য শুরু হয়। 

মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  আদিতমারী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন সিরাজুল হক । এ সময় আওয়ামীলীগের প্রার্থী ও সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই ও  কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো মনোনয়ন কিনেছেন লালমনিরহাট -৩ (সদর) আসনে মনোনয়ন কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম‌্যান জাবেদ হোসেন বক্কর।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫ জন। যদিও এ আসনটিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। যার একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অপরটিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। কালীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন  সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম‌্যান মাহবুবুজ্জামান আহমেদ । এ দ্বন্দ্ব আরো বেড়ে গেল আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে।

অনেকের ধারণা ছিল এ আসনে নৌকার মাঝি হবেন সমাজকল্যাণমন্ত্রী অথবা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com