আমন ধানে কারেন্ট পোকার আক্রমন দিশে হারা ধান চাষিরা
- সাজেদুর রহমান, পুঠিয়া (রাজশাহী)
-
২০২৩-১০-২৯ ১১:৪০:৩২
- Print
রাজশাহীর পুঠিয়ার উপজেলায় আমন ধানে হঠাৎ কারেন্ট পোকার আক্রমন দিশে হারা ধান চাষিরা। বিভিন্ন ধরনের কিটনাশক ঔষধ ব্যাবহার করেও কোন ফল হচ্ছে না।
আজ উপজেলার বিভিন্না এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার কান্দ্রা, ঝলমলিয়া, বানেশ্বর, ভালুকগাছি, বেলপুকুর এলাকায় কিছু কিছু ধানের জমিতে ব্যাপক কারেন্ট পোকার আক্রমন হয়েছে। ধোকড়াকুল ব্লকের হাড়োগাথি মসজিদপাড়া মাঠে আলহাজ্ব আলীমুদ্দিনের ছেলে কৃষক আব্দুল করিম প্রাং জানান,আমার ৪ বিঘা জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে বিভিন্ন ধরনের ঔষধ ব্যাবহার করেও কোন ফল হচ্ছে না । এতে ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
কৃষক জাহেদুল জানান, আমাদের এলাকায় কৃষি কর্মকর্তা কে আছে আমরা তাকে চিনি না। কারণ তিনি মাঠেই আসেন না। আমার দেড় বিঘা জমি রয়েছে। সেই জমিতে চলতি মৌসুমে ৭৫ জাতের ধান লাগাই।এতে পোকার আক্রমণ বেশিও বেশি। তার জমিতেও কারেন্ট পোকার আক্রমণ ঘটে। তার ক্ষতি হওয়ায় সে ধান কেটে নিয়েছে। কোন কৃষি কর্মকর্তাকে মাঠে না পেয়ে দোকান থেকে ঔষুধ নিয়ে এসে ব্যবহার করেছি।
এ ব্যাপারে পুঠিয়ার কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে ফোনে পাওয়া যায় নি। ভালুকগাছী ইউনিয়নের ধোকড়াকুল এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিশাত তাসমিন মিতি জানান, আমি মাঠে যায়। কৃষকরা আমাকেতো জানাতে পারে। আপনার সাথে পরে কথা বলছি বলে মোবাইল ফোন কেটে দেন।