ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
নীলফামারীতে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবলের খেলোয়ার বাছাই
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১০-২৫ ০৭:৫৪:৫৪
শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়ার বাছাই ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল শেখ কামাল স্টেডিয়ামে এই প্রতিযোগীতা ও বাছাই সম্পন্ন হয়। জেলার ছয় উপজেলার ৬৪জন খেলোয়ার চারটি দলে প্রতিদ্বন্ধিতা করে। ফাইনালে তিস্তা ও পদ্মা দলের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তিস্তা দল পদ্মা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন নেজারত ডেপুটি কালেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন এ সময়। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ২৪জন খেলোয়ারকে বাছাই করে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে তারা প্রতিযোগীতায় অংশ নিবে।
বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ