নীলফামারীতে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবলের খেলোয়ার বাছাই

নীলফামারী প্রতিনিধি: || ২০২৩-১০-২৫ ০৭:৫৪:৫৪

image
শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়ার বাছাই ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল শেখ কামাল স্টেডিয়ামে এই প্রতিযোগীতা ও বাছাই সম্পন্ন হয়। জেলার ছয় উপজেলার ৬৪জন খেলোয়ার চারটি দলে প্রতিদ্বন্ধিতা করে। ফাইনালে তিস্তা ও পদ্মা দলের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তিস্তা দল পদ্মা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন নেজারত ডেপুটি কালেক্টর রিয়াজ উদ্দিন আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন এ সময়। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ২৪জন খেলোয়ারকে বাছাই করে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। বিভাগীয় পর্যায়ে তারা প্রতিযোগীতায় অংশ নিবে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: [email protected]
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: [email protected]