ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
সৌখিন খামারী মশিউরের খামারে শোভা পাচ্ছে অর্ধশত দেশী-বিদেশী ছাগল
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-১০-২৪ ০৫:৩৬:২৮

সৌখিন খামারী ব্রাহ্মণবাড়িয়ার মশিউর রহমান। স্ব উদ্যোগে গড়ে তুলেছেন দেশ-বিদেশী ছাগলের সমন্বয়ে  একটি খামার। সন্তানকে সঙ্গ দিতে বাড়িতে ২ টি  বাচ্চা ছাগল আনা হলেও  এক পর্যায়ে ছাগল পাুলনের দিকে ঝুঁকে পড়েন তিনি। এখন তার খামারে রয়েছে দেশ- বিদেশী প্রায় অর্ধশত ছাগল।  প্রায়োজনীয় সহযোগীতা পেলে একটি আদর্শ খামার প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে তার।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ফাতিরহাতা গ্রামের মশিউর রহমান। করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পড়েন ৫ সন্তানের জনক ক্ষুদ্র ব্যবসায়ী মশিউর। নিজ সন্তাদের ভরণ পোষনে যখন হিমশিম খাচ্ছিলেন তখন  বাড়তি ঝামেলা এড়াতে মেয়ের পোষা কুকুর বাড়ি থেকে তাড়িয়ে দেন। অবশেষে শূন্যতা পূরণে বাজার থেকে ২০ হাজার টাকায় নিয়ে আসেন ২টি বাচ্চা ছাগল। এক পর্যায়ে ঝুঁকে পড়েন ছাগল লালন- পালনে। গত ২ বছরে বাড়তে থাকে ছাগলের সংখ্যা। বর্তমানে তার খামারে রয়েছে  দেশী- বিদেশী ৪৭ টি ছাগল। প্রথমে ২০ হাজার টাকায় শুরু করলেও এখন তার পুঁজি দাড়িয়েছে প্রায় ৭ লাখ টাকায়। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে , ছাগল পালন লাভজনক হওয়ায় খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষন সহ আধুনিক পদ্ধতিতে ছাগল পালনে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। সদর উপজেলা প্রাণী সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন মিয়া জানিয়েছে , নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেয়া দেওয়া হবে। এর মাধ্যামে আমিষের চাহিদা মিটবে।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ