ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
৩ জনকে হত্যাকারী জহিরুল ধরা পড়েছে,হত্যার স্বীকারোক্তি আদালতে
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-১০-১৮ ১৩:১৫:৪২
আদালত ও পুলিশের কাছে ৩ জনকে হত্যার বর্ননা দিয়েছে ঘাতক জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামের সৌদি আরব প্রবাসী শাহ আলমের বসত ঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৬) ও ছোট ছেলে মহিন (৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই চাঞ্চল্যকর হত্যা ঘটনার রহস্য উদঘাটন এবং খুনিদের আটক করতে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম। মঙ্গলবারই ঘাতক জহিরুলকে আটক করে পুলিশ। এরপরই সে পুলিশের কাছে হত্যার বিস্তারিত খুলে বলে। বুধবার আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় সে। এরপর সন্ধ্যায় হত্যা রহস্য উন্মোচনের বিষয়টি জেলা পুলিশের কর্মকর্তারা সাংবাদিকদের অবহিত করেন। পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার( ১৬ই অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বাঞ্ছারামপুরে খালা শ্বাশুরী জেকি আক্তারের বাড়িতে আসে জহিরুল ইসলাম। এরপর তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিরোধ নিয়ে জেকির সাথে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাত সাড়ে ১১টার দিকে বটি দা দিয়ে জেকিকে মাথার পেছনে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করে জহিরুল। এসময় ঘুমিয়ে থাকা মাহিন জেগে উঠে চিৎকার দিয়ে হত্যাকারী জহিরুলকে থামাতে এলে তাকেও সে বটি দিয়ে কোপ দেয়। ওই সময় মহিন ঘুম থেকে উঠে গেলে মাহিনের শয়ন কক্ষ থেকে বাটাল নিয়ে এসে তাকে ধরে কন্ঠনালীর নিচ বাটাল ডুকিয়ে দেয়। তখন মহিন ছুটে বাথরুমে ডুকে গেলে জহিরুল বাথরুমে ডুকে মহিনের মাথার ডানপার্শ্বে বাটাল ডুকিয়ে মৃত্যু নিশ্চিত করে বাথরুমে ফেলে রাখে। এরপর রক্তাক্ত লুঙ্গি পলিথিনের ব্যাগে করে নিয়ে বাড়ির প্রধান গেইট বাইরে থেকে লাগিয়ে চলে যায়। ঘটনার সময় জহিরুলের পড়নে থাকা ফুলহাতা শার্টটি ভেজা অবস্থায় পুলিশ উদ্ধার করে। সাংবাদিকদের এ ঘটনা অবহিত করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মো: সোনাহর আলী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: জয়নাল আবেদীন। এ ঘটনায় নিহত জেকি আক্তারের পিতা হাজী আবুল হোসেন বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দিয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ