ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৮-০৮ ০৮:১২:১৯

আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই  মূল শক্তি-এমন প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। 

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা।

এ সময় বক্তারা বলেন, ভূমি অধিকার, আদিবাসীদের অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন,  শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার ও ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে আদিবাসী হিসাবে গণ্যের দাবিতে তাদের এই মানববন্ধন ও সমাবেশ। সরকার আদিবাসীদের সুরক্ষায় বিভিন্ন সময়ে যে ওয়াদা দিয়েছেন পরবর্তীতে তারা সে ওয়াদা রাখেননি। তাই আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এ সময় অন্যজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশ্বনাথ সিং , জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা শাখার আহবায়ক মানিক সরেন প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী