দিনাজপুরে আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

শাহ্ আলম শাহী, দিনাজপুর || ২০২৩-০৮-০৮ ০৮:১২:১৯

image

আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই  মূল শক্তি-এমন প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। 

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা।

এ সময় বক্তারা বলেন, ভূমি অধিকার, আদিবাসীদের অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন,  শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার ও ক্ষুদ্র নৃগোষ্ঠী না বলে আদিবাসী হিসাবে গণ্যের দাবিতে তাদের এই মানববন্ধন ও সমাবেশ। সরকার আদিবাসীদের সুরক্ষায় বিভিন্ন সময়ে যে ওয়াদা দিয়েছেন পরবর্তীতে তারা সে ওয়াদা রাখেননি। তাই আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এ সময় অন্যজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশ্বনাথ সিং , জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা শাখার আহবায়ক মানিক সরেন প্রমুখ।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com