ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
৪ শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
  • সাভার প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০৭:০৪:৩৯

সাভারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে শিক্ষার্থীদের বলাৎকার করে আসছিলেন এক পাষন্ড শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা পরিবারকে জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী এক পরিবার। সেই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার।

গ্রেপ্তারকৃত আসামীর নাম হাফেজ শামীম (২১)। তিনি কাউন্দিয়ার বাকসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসার একজন শিক্ষক। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে।  সোমবার তাকে আদালতে পাঠালে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার দিবাগত রাতে হাফেজ শামীমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বয়স ৯ থেকে ১০ বছর। তাদের নিজের ঘরে ডেকে নিয়ে বলাৎকার করত হাফেজ শামীম। পরে এ ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। মারধর করার ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষার্থীর উপর এভাবেই অত্যাচার চালিয়ে আসছিল শামীম। তবে মাদ্রাসা অধ্যক্ষের দাবি অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে রিমান্ডেও আছে। আগামীকাল রিমান্ড শেষ হলে পরে বাকি তথ্য জানানো যাবে। তদন্ত চলছে।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি ভুক্তভোগী শিশুর সংখ্যা আরও বেশি। তবে অনেক সময় ভুক্তভোগী পরিবার আইনী প্রক্রিয়ায় যেতে চায়না।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ