ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সাভারে ভূয়া এসআই গ্রেফতার
  • সাভার প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০১:০৪:০৯

প্রতারক হারুন অর রশিদ। বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত আফসার আলী। এক সময় হারুন গাড়ি চালক ছিল। সে সময় বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের নিয়ে সে চলাফেরা করেছে। সেই থেকে হারুনের পুলিশী আচরণ রপ্ত হয়ে যায়। এরপর সে শুরু করে পুলিশ পরিচয়ে প্রতারণা।

সোমবার সকালে সাভার মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। 
মামলা সূত্রে জানা গেছে, ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আসলাম। ১৭ জুলাই এই আসলামের বাড়ি যায় প্রতারক হারুন অর রশিদ। তার সাথে ছিল আরো ২-৩ জন প্রতারক। সেখানে হারুন নিজেকে সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে আসলামকে জানায় যে, তার নামে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা াইনে মামলা হয়েছে। সেই মামলায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এ সময় আসলামকে গ্রেফতার করতে চায় হারুন। আসলাম নিজের গ্রেফতার এড়াতে চারলাখ টাকায় চুক্তি করে হারুনের সাথে। এ সময় নগদ টাকা না থাকায় আসলাম হারুনকে ব্রাক ব্যাংকের দুইটি চেক দেয়। পরে হারুনকে নগদ চার লাখ দিয়ে চেক ফেরৎ আনতে গেলে হারুন তখন চেক ফেরৎ দেয় না। এদিকে, গত ৫ আগস্ট হার ুন আবারো আসে আসলামের বাড়িতে। তখন সে আসলামের কাছে দাবি করে আরো ৫০ হাজার টাকা। এ সময়ই ভূয়া এসআই হারুনের প্রতি সন্দেহ হয় আসলামের। পরে খোঁজ নিয়ে জানা যায়, হারুন অর রশিদ নামে কোন সাব ইন্সপেক্টর সাভার মডেল থানায় নেই।
 
৬ আগস্ট মো: আসলাম এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সাভারের তেতুঁলঝোড়া থেকে গ্রেফতার করা হয় প্রতারক হারুন অর রশিদকে। সে পুলিশের কাছে এই অপরাধের কথা স্বীকার করেছে। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, মো: আসলাম হোসেনের দায়ের করা মামলার সূত্র ধরে প্রতারক হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়। তাঁকে সোমবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ