ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যায় স্বামীর ফাসি
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৮-০৮ ০১:০৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের জন্যে স্ত্রী হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই আদেশ দেন। এছাড়াও রাসেল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সুত্র জানায়- জেলার কসবা উপজেলার কুটির বিষ্ণুপুর গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল মিয়ার সাথে ২০১৩ সালে একই ইউনিয়নের রামপুর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে সুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় একটি অটোরিকসাসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়া হয়। এরপর ৫০ হাজার টাকার জন্যে সুমাকে নির্যাতন করতে থাকে রাসেল মিয়া। নির্যাতন সহ্য করতে না পেরে সুমা তার পিতার বাড়িতে চলে আসে। ২০১৫ সালের ৪ অক্টোবর রাসেল সুমার পিতার বাড়িতে এসে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে উৎপেতে থাকে। সন্ধ্যায় পাশের বাড়িতে যাওয়ার সময় রাসেল চাপাতি দিয়ে সুমার পিঠে ও বুকে আঘাত করে গুরুতর জখম করে। পরদিন সুমা মারা যায়। এ ঘটনায় সুমার পিতা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ