ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ সুলতান পুর পি টি আই রোডস্থ ব্রীজটি দীর্ঘদিন ধরে অবহেলিত
  • শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরা
  • ২০২৩-০৮-০৩ ০৫:৪৫:৩৪

সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ সুলতান পুর পি টি আই রোডস্থ ব্রীজটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। অথচ দৈনিক ব্রীজ দিয়ে সাতক্ষীরা জেলা বৃহত্তম সুলতান পুর বড় বাজার, সুলতানপুর এলাকা  কর্মকারকারপাড়া ইটাগাছা পালবাড়ি, কুখরালি বাকাল খড়িবিলা, রইচপুর, হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ অত্র এলাকায় ৪০/৫০ হাজার লোকের দৈনিক যাতায়াতের মাধ্যম হিসেবে উপরোক্ত ব্রীজটি ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অবহেলিত অবজ্ঞা জরাজীর্ণ ভগ্ন দশা এই ব্রীজটি কোমলমতি শিক্ষার্থী বয়োবৃদ্ধ এমনকি সুস্থ সবল মানুষ ও প্রায়শ দুর্ঘটনা শিকার পতিত হয়। 

ব্রীজটি সংস্কারে ব্যাপারে বলতে যেয়ে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়াডে কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৭নং ওয়াডের কাউন্সিল জাহাঙ্গীর হোসেন  কালু, ৫নং  ওয়াডের কাউন্সিল শেখ মারুফ হোসেন কথা বলে জানা যায় তাদের অনেক আন্তরিক প্রচেষ্টা সত্বেও বাজেটে বরাদ্দ না থাকাই ব্রীজটি সংস্কার কাজ করতে হোঁচট খাচ্ছে ব্যর্থ হচ্ছে। কিন্ত আমরা চাই সাধারণ জনগণের কষ্ট কল্পে অতিদ্রুত ব্রীজটি সংস্কার করা একান্তই প্রয়োজন।ব্রীজটি সংস্কার হলে জনগনের খুব দ্রুত গন্তব্য স্টেশনে পৌঁছাতে পারবে  যানজটের ভোগান্তি নিষ্পত্তি পাবে অত্র এলাকায় পাঁচটি গ্রাম বাসিন্দারা। এ ব্যাপারে ভুক্তভোগী ও সচেতন পৌরবাসিনদার কথা বলেন আলহাজ্ব আবদুল ওয়াব প্রথম শ্রেনীর ঠিকাদার। মোঃরবিউল ইসলাম রবি (বড় বাবু) সড়ক বিভাগ।

সাতক্ষীরা ডাঃ জামাল উদদীন, মধু ডাক্তার, এ পি পি সাইদুজজামান জিকু, এ্যাড খালেক, কমল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, পলাশ রায়, দিপক কুমার, নুরুল ইসলাম, সামাদ আহমেদ প্রমুখ, ব্রীজের সাতে ৫ টি গ্রামের সংযোগ ও যাতায়াত মান টেকশই সহজ সম্প্রসারণ ঘটবে।৫টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন যাএা সহজ হবে এবং দীর্ঘদিন ধরে গ্রাম বাসী ভিতরে  চাপা কষ্ট বেদনা লাগব হবে। উল্লেখ সরকারি কিছু গুরুত্বপূর্ণ অধিদপ্তর এখানে রয়েছে সড়ক বিভাগ, গণপূর্ত দপ্তর, পানি ১,পানি ২ দপ্তর । মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলা মাধ্যমিক শিক্ষা অভিস।পিটিআই ট্রেইনিং দপ্তর, পৌর হাইস্কুলে পি এম ব্যায়াম ইংলিশ স্কুল ইত্যাদি এছাড়া একাধিক স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠান যা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রাণশায়ের খালে অবস্থিত এই বেহাল দশা ব্রীজটি যত দ্রুত সম্ভব ব্রীজটি সংস্কার করা প্রয়োজন।উদ্বেগ উৎকণ্ঠা মনের ভিতরে চাপা কষ্ট নিয়ে সইতে হয়। ভয়ে ভয়ে পার হতে হয় শিক্ষার্থীসহ হাজারো হাজার মানুষ।ব্রীজটি সংস্কার হলে জনগনের যাতায়াতের এবং যানযট নিরসন  কল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কেননা ব্রীজটি সংস্কার হলে  মূল শহরের সাতে সংযোগ হবে। পিটিআই রোডের সাথে ইটাগাছা, কামারপাড়া রোড,পৌরসভা দ্যা পোল ইস্কুলে সহজে ইটাগাছা গ্রামের ছেলে মেয়েরা যাতায়াত করতে পারবে এবং শহরের যানজট নিরশনে সহায়ক ভূমিকা পালন করবে।প্রানসায়ের খাল দিয়ে কেটোপোল পার হয়ে বড় বাজার ব্রীজ পার হয়ে খালের ধার দিয়ে রাস্তা দিয়ে ব্রীজ পার হয়ে ইটাগাছা কুকরালী সহ বাকাল গ্রামের লোকজন অনায়াসে সহজেই যাতায়াত করতে পারবে, সাতক্ষীরা যানজট বহুগুণ লাগব হবে সাথে সাথে কোমল মতি শিশু দের  স্কুল যাওয়া আসা নিরাপদ হবে এবং জরুরি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বিদ্যুতের গাড়ি পুলিশের গাড়ি সহ দ্রুত সেবা প্রদান করতে পারবে।ব্রীজটি আনুমানিক দৈঘ্য ৮০ ফুট এবং প্রশস্ত ১২ ফুট হলে সাতক্ষীরা শহরের  যানজট মুক্ত হবে বলে আশাবাদী সচেতন পৌরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি ব্রীজটি যত দ্রুত সম্ভব সংস্কারের কাজে হাত দেওয়ার জন্য অনুরোধ করা হল অনুরোধক্রমে সাতক্ষীরা বাসী।

মাউশির প্রদর্শক ও গবেষণা সহকারি পদের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, বন্ধ যান চলাচল
পলাশে ঘণ ঘন লোডশেডিং, ৪ হাজার মুরগীর মৃত্যু