ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
ওয়ার্ল্ড ভিশনের সেরা কমিটি হিসেবে সম্মাননা পেলো তিনটি
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৭-২৭ ০২:২৪:০১

শিশু কল্যাণে বিশেষ অবদান রাখায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পরিচালিত তিনটি গ্রাম উন্নয়ন কমিটিকে সম্মাননা দেয়া হয়েছে। 
এ উপলক্ষে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার।

বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি ও উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার।

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল।

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম বলেন, ২-২০১০ সাল থেকে নীলফামারী পৌরসভা, টুপামারী, খোকশাবাড়ি ও পলাশবাড়ি ইউনিয়নে শিশু কল্যাণে কাজ করে আসছে সংস্থাটি।

২৫টি গ্রাম উন্নয়ন কমিটিতে সদস্য রয়েছে ৩৭৫জন। এই ২৫টির মধ্য থেকে ৩টি কমিটিতে সেরা নির্বাচিত করে আমরা সম্মাননা দিয়েছি।

ভোলা ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
কুমিল্লায় প্রতারক তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী সহ অনেকে
সর্বশেষ সংবাদ