ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
সাতক্ষীরা সিভিল সার্জনের স্টোর কিপার ফজলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরা
  • ২০২৩-০৭-১৩ ০১:১৫:৩২

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোর কিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে দুদক কার্যালয়ে এই মামলা দায়ের করেন।

ফজলুল হক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় বসবাস করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজলুল হক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। মিথ্যা তথ্য ও সিভিল সার্জন অফিসে চাকরিকালে নিজের পদ-পদবি ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন। তার স্ত্রী খায়রুন নেছা স্বামীর অবৈধ সম্পদ নিজ নামে গ্রহণ করে অপরাধে সহায়তা করেন। খায়রুন নেছার নামে থাকা ৪ তলা বাড়িটির মূল্য তারা সম্পদের বিবরণীতে ৬৩ লাখ টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে জানা যায় বাড়ির দাম ৯৮ লাখ ২৯ হাজার টাকা। এছাড়াও ফজলুল হকের নিজ এবং ছেলে-মেয়ের নামে থাকা ১৪ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।
এতে আরও উল্লেখ করা হয়, ফজলুল হকের স্ত্রী খায়রুন নেছা গৃহিণী। খায়রুন নেছা নিজেকে মাছ চাষী ও পশু খাদ্যের ব্যবসায়ী হিসেবে দাবি করলেও যাচাইকালে এর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে প্রমাণিত হয় যে, তিনি কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, মামলা হয়েছে এখন আইন অনুযায়ী প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে তা তদন্ত করা হবে।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ