ঢাকা বুধবার, মে ১, ২০২৪
কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১০জন আহত
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৩-০৭-০৯ ১০:৩৫:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু সহ অন্তত ১০জন আহত হয়েছেন। আজ রোববার (০৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭জন ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হয়েছে, হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)। আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে। অন্তত ৪জনে শিশুকে কামড়ে কোমড় ও পায়ের মাংস ক্ষতবিক্ষত করে। গুরুতর আহতদের ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ